প্রতিষ্ঠানের পরিচিতি
জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মোমেনশাহী সদর উপজেলার চর খরিচা গ্রামে অবস্থিত একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নিরিবিলি ও মনোরম পরিবেশে ছাত্রদের আমল, আখলাক, তালীম ও তরবিয়াতের পাশাপাশি দীনের আদর্শ ও যোগ্য রাহবার হিসেবে গড়ে তোলা হয়। এখানে ছাত্রদের জন্য রয়েছে মানসম্মত খাবারের ব্যবস্থা। ইয়াতিম,গরীব ও মেধাবী ছাত্রদের জন্য ফ্রী বোর্ডিং রয়েছে। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের পাঠদান করানো হয়।
প্রতিষ্ঠা: বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি, আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান তাঁর পৈত্রিক সম্পত্তিতে ১৩৯৯ হিজরী মুতাবেক ১৯৭৯ইং সনে মোমেনশাহী জেলার ব্রহ্মপুত্র নদের উত্তর পার্শ্বে চরসিরতা ইউনিয়নের অন্তর্গত শম্ভূগঞ্জ থেকে পরানগঞ্জ রোড সংলগ্ন চরখরিচা গ্রামে এ মাদরাসা প্রতিষ্ঠা করেন।
আদর্শ: জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মোমেনশাহী বিখ্যাত মাদারে ইলমি দারুল উলূম দেওবন্দের সিলেবাসভুক্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শে পরিচালিত এলাকার সর্ববৃহৎ একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
লক্ষ্য-উদ্দেশ্য: ইসলামি তা’লিম-তরবিয়ত সংরক্ষণ ও তাঁর প্রচার প্রসার, কুরআন-সুন্নাহর বিধানাবলি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ ও জাতির সেবায় দূরদর্শী হক্কানী আলেম ও দেশের আদর্শ নাগরিক তৈরী করা।