জামিয়ার ভর্তি বিজ্ঞপ্তি
এত দ্বারা জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা,সদর,মোমেনশাহীতে ভর্তিচ্ছুক ছাত্রদের জানানো যাচ্ছে যে,৭ শাওয়াল রোজ সোমবার থেকে অত্র জামিয়ার ১৪৪৩/৪৪ হিঃ-2022/23 ইংরেজী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ।
অতএব,ভর্তিচ্ছুক ছাত্রদেরকে ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হল।
ভর্তি ফি নিম্নরূপ-
১। ফরম ফিঃ ---------------১০০/=
২।ভর্তি ফি কিতাব বিভাগ ও হেফজ বিভাগঃ ---------------২০০০/=
৩।ভর্তি ফি নাজেরা ও নূরাণী বিভাগঃ ---------------১৫০০/=
৪।হেফজ বিভাগের মাসিক বেতন ওবিদ্যুৎ বিল ---------------৫০০/=
৫।নাজেরা ও নূরাণী বিভাগের মাসিক বেতন ওবিদ্যুৎ বিল----৪০০/=
৬।কিতাব বিভাগের মাসিক বিদ্যূৎ বিল ---------------১০০/=
নির্দেশক্রমে
(মাওঃ) মাসরুর হাসান
মুহতামিম,অত্র জামিয়া